প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ২:২৭ অপরাহ্ণ
আমতলীতে আর্ন্তজাতিক নারী দিবস পালন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
“করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তজাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ আফরোজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, বে-সরকারী সংস্থা ওয়াল্ড ভিশন কর্মকর্তা উত্তম দাশ, নুরজাহান বেগম, হাফসা বেগম ও সারমিন আক্তার প্রমুখ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.