প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২১, ৮:০৯ অপরাহ্ণ
তালতলীতে পুকুরে ডুবে এক বছরের শিশুর মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার হেলে াবাড়িয়া গ্রামের এক বছরের শিশুকন্যা নুসরাত পুকুরে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে।
জানাগেছে, উপজেলার হেলোবাড়িয়া গ্রামের কবির হাওলাদার পাতারহাটে দিন মজুরের কাজ করে। একমাত্র শিশু কন্যা নুসরাতকে নিয়ে মায়ের সাথে। মঙ্গলবার সকালে পরিবারের সকলের অজান্তে শিশু কন্যা পুকুরে পড়ে যায়। ঘন্টা খানেক পরে পরিবারের লোকজন পুকুরে খোজাখুজি করে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষনিক স্বজনরা শিশুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমদাদুল হক চৌধুরী শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
শিশুটির চাচা মোঃ লিটন মিয়া বলেন, পরিবারের সকলের অজান্তে শিশুটি পুকুরে পরে গেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ এমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.