প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২১, ১১:৩১ অপরাহ্ণ
বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে ১০ পিস স্বর্ণের বারসহ আটক-১

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে মঙ্গলবার (৯মার্চ) বিকালে ১০ পিস স্বর্ণের বারসহ আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য'রা। আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন স্বর্ণ পাচারকারি বিপুল পরিমাণ স্বর্ণের চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের সদস্য'রা টহল জোরদার করে। পরে, সন্দেহভাজন এক ইজিবাইকে অভিযান চালানো হয় এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে প্যান্টের ভিতরে অভিনব কায়দায় রাখা ১০ পিস স্বর্ণের বার (১কেজি ১৬৬ গ্রাম ওজন) পাওয়া যায়। যার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা। আটক স্বর্ণ পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.