প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২১, ৮:৪৬ অপরাহ্ণ

রিপোর্ট-মো.বশির উদ্দিন বিশ্বাসঃ
কলাপাড়ার শিক্ষানুরাগী,ধর্মানূরাগী, দানবীর, যার দান ছত্রে তৎকালিন সময়ে কলাপাড়া সহ বিভিন্ন এলাকায় স্কুল, কলেজ, ছাত্রাবাস, মসজিদ, মাদ্রাসা গড়ে ওঠে সেই মোজাহারউদ্দিন বিশ্বাস সাহেবের ৪০ তম মৃত্যুবর্ষিকী শনিবার (১৩ মার্চ) কলাপাড়া পৌর শহরের এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় জোহর বাদ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পালন করেন তার পরিবার বর্গের সদস্যগণ।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মোঃ মুছা বিশ্বাস।
দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সকল মুসল্লি দিগকে দূপুরের খাবারের ব্যবস্থ্যা করা হয়।
তিনি সাংবাদিক বশির বিশ্বাস এর পিতা এবং সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু এর দাদা।
উল্লেখ্য, তিনি বাংলা ১৩৮৭ সালের ১ লা ফাল্গুন ভোর বেলা কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে তার নিজ বাস ভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.......রাজেউন)।
তিনি বাংলা ১২৯৫ সালের ১২ মাঘ চান্দুপাড়া গ্রামেই জন্মগ্রহণ করেন।
এছাড়াও তার সহধর্মিনীর জন্য দোয়া চাওয়া হয়। তিনি বাংলা ১৩৮৮ সালের ১০বৈশাখ চান্দুপাড়া গ্রামে তার স্বামীর বাড়িতে বার্ধক্য জনিতকারনে পরলোক গমন করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)।
উল্লেখ্য তিনি তার স্বামী, মোজাহার উদ্দিন বিশ্বাস এর কলাপাড়াস্থ " ডিগ্রিকলেজে তৎকালিন সময়ে ঐ কলেজের গরীব ও মেধাবী, ছাত্র, ছাত্রী দের পড়ালেখার খরচ বহন করারজন্য কিছু টাকা তার নামে একটি ট্রাষ্টি করে যান, যেটাকা ব্যাংকে গচ্ছিত আছে।এইটাকার লভ্যাংশ ঐ কলেজে অধ্যায়নরত গরীব,মেধাবী ছাত্র-ছাত্রীরা এ টাকার সূ বিধা গ্রহন করে।
পারিবারিক ভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শনিবার আসর নামাজ বাদ কলাপাড়া পৌর শহরের এতিমখানা মাদ্রাসায় দোয়া ও মোনাজাত শেষে মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।
এসময় মোজাহার উদ্দিন বিশ্বাস ওয়াক্ফ এস্টেটের মোতওয়ালী ও কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাস'র পুত্র মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ দাতা সদস্য আলহাজ্ব সালাউদ্দিন বিশ্বাস (দুদাল), ও শামসের বিশ্বাস সবুজ, মরহুমের ভাইয়ের ছেলে মিজানুর রহমান টুটু বিশ্বাস, মরহুমের নাতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, বিশ্বাস রাইসুল ইসলাম বিশ্বাস টিপু, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য ও সহ-সভাপতি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কলাপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সাবেক পৌর কাউন্সিলর বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি বিশ্বাস টুটুল, হেলাল বিশ্বাস, অভি বিশ্বাস, অমি বিশ্বাস, প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, মো. মাসুদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা অমিত হাসান রক্তিম, ফারদীন রূপ, কে এম অন্তুু, বিশ্বাস রাফসান জানি রক্তিম, বিশ্বাস জাবের আল তাজিম, জলিল ভুইয়া, কলাপাড়া সাংবাদিক ফোরাম সাধারন সম্পাদক ও আপন নিউজ বিডি ডটকমের সম্পাদক এস এম আলমগীর হোসেন প্রমুখ।