প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২১, ৭:১৪ অপরাহ্ণ
আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটভাঁটি বন্ধের দাবিতে মানববন্ধন

আপন নিউজ, কলাপাড়া অফিসঃ
আন্ধারমানিক নদীর দখল-দূষণ রোধসহ দুই তীরের ইটের ভাঁটি বন্ধের দাবিতে রবিবার বেলা ১১টায় কলাপাড়া হেলিপোর্ট মাঠের নদী তীরের সড়কে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে এ মানববন্ধন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন ও সমাজ উন্নয়ন সংগঠক প্রবীণ সাংবাদিক শামসুল আলম, নারী নেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন প্রমুখ। সভা পরিচালনা করেন মেজবাহউদ্দিন মাননু। ঘন্টাব্যাপী মানববন্ধনে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.