প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ
বেনাপোলে ৩০ লক্ষ টাকার স্বর্ণ সহ একজন আটক

যশোরের বেনাপোল সীমান্তে রবিবার (১৪ মার্চ) বিকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের এবি ইট ভাটার সামনে থেকে ভারতে পাচার সময় ৪ পিস স্বর্ণের বার (০.৪৩৪ কেজি ) ও একটি মোটর সাইকেল সহ আব্দুল জলিল নামে একজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র সদস্য'রা। আটক জলিল বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান সহ এক যুবক মোটরসাইকেল যোগে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামে যাচ্ছে। এমন খবরে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহি জলিলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে কোমরে বাধা অবস্থায় ৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৩০ লক্ষ টাকা।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.