প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২১, ১০:৩৩ অপরাহ্ণ
কলাপাড়ায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ

রিপোর্ট-এনামুল হকঃ
কলাপাড়া পৌরসভা সরদার সড়ক বাদুরতলীর একবাড়ীতে দিন দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে চম্পট দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, সরদার সড়কের বাদুরতলী এলাকার মোঃ তারিকুজ্জামান মিলন নিজ বসত ঘরে তালাবদ করে ১৯ মার্চ শুক্রবার দুপুর ১২ টায় শশুড় বাড়ী সরদার সড়কে কল্যানপুর যায়। তাদের অনুপস্থিতিতে সুযোগে ৫/৭ জন চোর তারিকুজ্জামান মিলনে বসত ঘরের পুর্ব পাশ্বের জালানা ভেঙ্গে ঘরের সুকেজের তালা ভেঙ্গে বিকাশ দোকানের নগদ টাকা, তিনভরি স্বর্ণালংকার, ৪টি এ্যান্ডোয়েড মোবাইল ফোনসহ ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে চম্পট দিয়েছেন। তারিকুজ্জামান মিলন বিকেল তিনটায় বাসায় ফিরে ঘরের জালানা ভাঙ্গা দেখে ঘরে ঢুকে সুকেজের রক্ষিত নগদ টাকাসহ মালামাল চুরির বিষয় নিশ্চিত হয়ে। পরে আশপাশের লোকজনকে ঘটনাবলি ও চুরির আলামত দেখাইয়া ৬/৭ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেন। থানা কতৃপক্ষ অভিযোগ পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছেন। চোরদের রেখে যাওয়া দুটি ছুরি, একটি চাপাতি একটি বডি উদ্ধার করে। পুলিশ চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
এ ব্যাপারে এস,আই সুকান্ঠদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির আলামত দেখেছি। এর সাথে জরিতদের গ্রেফতার চেষ্টা অব্যহত রয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.