প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৪:১৫ অপরাহ্ণ
আমতলী থানার ওসির উদ্যোগ মাস্ক বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় ও সচেতন করতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদারের উদ্যোগে মাস্ক বিতরন করা হয়েছে। রবিবার উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরন করা হয়।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ফের আক্রান্ত হচ্ছে মানুষ। গত এক বছরে আমতলী উপজেলায় ১৩৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে ৮ জন মারা যান। বর্তমানে এক যুবক আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
এতোকিছুর পরেও মানুষের মাঝে সচেতনতা ফিরে আসেনি। প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষায় ও সচেতন করতে আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার উদ্যোগ নেয়। বরিবার ওসির নেতৃত্বে উপজেলার শহরের থানা প্রাঙ্গণ, উপজেলা পরিষদ প্রাঙ্গণ, সাকিব প্লাজা, একে স্কুল ও বাঁধঘাট চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন করা হয়েছে। এ সময় তিনি মানুষকে করোনা ভাইরাস থেকে সুরক্ষায় মাস্ক পরিধানের উপকারীতা সম্পর্কে অবগত করেন।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা এবং সচেতন করতে মাস্ক বিতরন করা হয়েছে। এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.