প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৪:৪৮ অপরাহ্ণ
আমতলীতে জমির মাটি কাটায় বাঁধা দেওয়ায় মুক্তিযোদ্ধাকে মারধর

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলীতে প্রস্তাবিত সরকারী রেলওয়ের সীমানা দেয়া জমির মাটি কাটায় বাঁধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার হাওলাদার নামের এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুক্তিযোদ্ধার ছোট তিন ভাই চাওড়া ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আলতাফ হোসেন হাওলাদার, জসিম হাওলাদার ও বাদল হাওলাদার তাকে মারধর করেছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধা ছাত্তার। আহত মুক্তিযোদ্ধাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকালে আমতলী উপজেলার ঘটখালী গ্রামে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিবেন বলে জানান মুক্তিযোদ্ধা।
জানাগেছে, ঢাকা-পায়রা সমুদ্র বন্দরে যাতায়াত ব্যবস্থা সুগম করতে সরকার রেল পথ নির্মাণের উদ্যোগ নেয়। গত ১০ মার্চ জমির সীমানা নির্ধারন করে রেল কর্তৃপক্ষ পিলার পুতে দেয়। ওই জমির মাটি মুক্তিযোদ্ধা ছাক্তারের ছোট ভাই চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোঃ আলতাফ হোসেন হাওলাদার, জসিম হাওলাদার ও বাদল হাওলাদার আকন ব্রিকসের মালিক কামাল আকনের কাছে বিক্রি করে দেয়। ওইখানে মুক্তিযোদ্ধা ছাত্তারের জমি রয়েছে। কিন্তু এ জমির মাটি বিক্রির বিষয়টি তাকে জানায়নি তিন ভাই।
বরিবার সকালে ওই জমির মাটি ব্রিকসের লোকজন ভেকু মেশিন দিয়ে কাটা শুরু করে। এমন সময় মুক্তিযোদ্ধা ছাত্তার রেলওয়ের সীমানা নির্ধারন করা জমির মাটি কাটতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে আলতাফ হাওলাদার, জসিম হাওলাদার ও বাদল হাওলাদার বড় ভাই মুক্তিযোদ্ধা ছাত্তারকে বেধরক মারধর করে। খবর পেয়ে স্বজনরা মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আলহাফ হাওলাদার, জসিম হাওলাদার ও বাদল হাওলাদার তিন ভাই মিলে বড় ভাই মুক্তিযোদ্ধা ছাত্তারকে বেধরক মারধর করেছে। বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার হাওলাদার বলেন, রেলওয়ের সীমানা দেয়া জমি থেকে ভেকু মেশিন দিয়ে আকন ব্রিকসের মালিকের লোকজন মাটি কাটতেছিল। ওইখানে আমারও জমি রয়েছে। আমার তিন ভাই আমাকে না জানিয়ে রেলওয়ের সীমানা দেয়া জমির মাটি আকন ব্রিকসের মালিক কামাল আকনের কাছে বিক্রি করে দিয়েছে। ওই মাটি কাটতে বাধা দেওয়ায় আমার ছোট তিন ভাই আলতাফ হাওলাদার, জসিম হাওলাদার ও বাদল হাওলাদার আমাকে এবং মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অকথ্য ভাষায় গালাগাল দেয়। এক পর্যায় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে বেধরক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
মুক্তিযোদ্ধা ছাত্তারের ছোট বোন মিনু খানম বলেন, সরকারী জমিতে মাটি কাটতে বাধা দেয়ায় আমার মুক্তিযোদ্ধা ভাইকে অপর তিন ভাই মারধর করেছে।
এ বিষয়ে ছোট ভাই চাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আলতাফ হোসেন হাওলাদার তার জমির মাটি বিক্রির কথা স্বীকার করে বলেন, ভাই ভাই একটু হাতাহাতি হয়েছে। এ ছাড়া আর কিছুই না।
আমতলী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু বলেন, রেলওয়ের সীমানা দেয়া জমি থেকে মাটি কাটতে বাঁধা দেওয়ায় একজন বীর মুক্তিযোদ্ধাকে লাি ত বা মারধরের ঘটনা নিন্দনীয়। এ ঘটনার বিচার দাবী করছি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ এমদাদুল হক চৌধুৃরী বলেন, বীর মুক্তিযোদ্ধার ঘাড় ও শরীরর বিভিন্ন স্থানে ফুলা জখমের চিহৃ রয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ডার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, একজন মুক্তিযোদ্ধার সাথে বৈরি আচরন কাম্য নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.