প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৫:০১ অপরাহ্ণ
বেনাপোল পোর্ট থানার পুলিশের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

"মাস্ক পরার অভ্যাস করোনা মুক্ত বাংলাদেশ" স্লোগানে কোভিড-১৯ দ্বিতীয় ধাপে মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণের অংশ হিসাবে আজ রবিবার (২১ মার্চ) বেলা ১২ টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে বেনাপোল বাজার এলাকায় পোর্ট থানা পুলিশের আয়োজনে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় চেকপোস্ট ও বাজার এলাকার পাসপোর্ট যাত্রী, কুলি, ইজিবাইক চালক, পথচারী সহ সর্বস্থরের মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বেনাপোল পোর্ট থানার (ওসি) মামুন খান বলেন, আবারও করোনা মহামারির বৃদ্ধি পেয়েছে যার জন্য আমরা এই কোভিড থেকে মানুষকে নিরাপদে রাখার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষথেকে মাস্ক ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
মাস্ক বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাজার কমিটি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ আরো অনেকে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.