প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের প্রস্তুতি সভা

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রস্ততিমুলক সভার আয়োজন করে। মঙ্গলবার রাতে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় । দু’দিন ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রামান্য চিত্র প্রদর্শনী, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শণী, কবুতর রেসিং, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, স্টল প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের কুইজ ও বক্তৃতা প্রতিযোগীতা, প্রীতি ফুলবল খেলা, নারীদের চেয়ার সেটিং ও পুরুস্কার বিতরন। ইউএনও মোঃ আসাদুজ্জামান প্রেস ব্রিফিং’র মাধ্যমে এ কর্মসুচীর ঘোষনা দেন।
পরে ইউএনও মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, কৃষি রেডি’র ষ্টেশন ম্যানেজার কৃষিবিদ ইছা ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হক কাওসার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম বাদল, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন ও সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী প্রমুখ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.