প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
কুয়াকাটায় জাল-জালিয়াতি করে অন্যের জমি দখলের চেষ্টা

আপন নিউজ রিপোর্টঃ
কুয়াকাটায় জাল-জালিয়াতি করে অন্যের জমি রেকর্ড করার অভিযোগ পাওয়া গেছে।
জোর পূর্বে ভেকু দিয়ে সীমানা কেটে দখলের চেষ্টা চালানো হয়েছে। বাধা দিলে জমির প্রকৃত মালিক কাশেম বেপারীকে প্রাণনাশের হুমকি। বুধবার ২৪ মার্চ মহিপুর থানায় খাজুরা গ্রামের আবুল কাশেম বেপারী স্থানীয় ভূমিদস্যু মো. সিরাজ তালুকদার (৭০), মো. মধু মাঝি (৫০), মো.মতি (৫০) , মো. মনির (২৭) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে কাশেম বেপারী উল্লেখ করে, আমার রয়েছে ১৭ বছর ধরে ভোগ দখল করে আসছি। বর্তমানে বি এস জরিপে সিরাজ তালুকদার জাল-জালিয়াতির দলিল করে আমার ভোগ দখলীয় জমিতে সিরাজ আমার অংশে থেকে ৪ শতাংশ জমি রেকর্ড করে নেয। ওই জমিতে আমার বসত বাড়ি ও চলাচলের রাস্তা ও পানির নিস্কাশনের ব্যবস্থা রয়েছে। ভুয়া ভূমিদস্যুরা গভীর রাতে ক্ষমতার জোরে দখল করতে আসে। লোকজন নিয়ে ভেকু দিয়ে সীমানার কান্দি কেটে দেয়। বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেরন। বর্তমানে তিনি নিরাপত্তাহীন রয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.