প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২১, ১০:১৭ অপরাহ্ণ
কলাপাড়ায় ৬ গাড়ী চালককে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল সেতুর প্রবেশ মুখে গাড়ি পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ৬ গাড়ি চালককে ভ্রাম্যমান আদালত সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ জরিমানা করা হয়। এরমধ্যে আর,জে পরিবহনের চালক মো.কাওসার হোসেনকে ড্রাইভিং লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা, এছাড়া পাঁচজন ব্যাটারী চালিত অটোরিক্স চালককে ১০০ টাকা করে ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট জগৎজীবন মন্ডল ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.