বিশেষ প্রতিবেদকঃ
আবার কৃষিজমি গভীর খনন করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ কুয়াকাটা পৌরসভার নবীনপুর গ্রামের রুহুল আমিন বালূ উত্তোলন করে আসছে। আবাসিক এলাকায় বিশাল আকৃতির ডোবার মধ্যে গভীরভাবে খনন করে বালু তোলা হচ্ছে। ফলে আশপাশের জমির মালিকসহ বাড়িঘর ঝুকিতে রয়েছে। রয়েছে ভাঙ্গনের শঙ্কা। উল্লেখ্য ২০২০ সালের ৩০ এপ্রিল বালু উত্তোলনের দায়ে কুয়াকাটার নবীনপুরের বালু ব্যবসায়ী রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বালু কাটার যন্ত্রপাতি জব্ধ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডলের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত এ অর্থদন্ড দিয়েছেন। কিন্তু ফের ওই ব্যক্তি বালু উত্তোলন শুরু করেছে। অভিযুক্ত রুহুল আমিনকে কয়েকবার মোবাইল করেও পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, স্থানীয় মহিপুর তহশিল অফিসকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।