চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুুটি ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলো মো.ফরহাদ হোসেন (৩২) এবং মো.আনিসুর রহমান মুসুল্লী (৩০)। বৃহস্পতিবার সন্ধ্যায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন রামনাবাদ নদী থেকে ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করা হয়। তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি কয়লার জাহাজের নিচে পাখার সাথে জেলেদের জাল জড়িয়ে পড়ায় ওই জাল ছাড়াতে আরো তিন শ্রমিক সহ ফরহাদ হোসেন সকাল ৯ টার দিকে নদীতে নামে। এতে অন্যান্যরা তীরে উঠতে সক্ষম হলেও ফরহাদ হোসেন নিখোঁজ হয়। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা সহ বরিশাল থেকে এক দল ডুবুরীরা এসে ফরহাদের লাশটি উদ্ধার করে। তার বাড়ী চট্রগ্রামের স্বন্দীপ এলাকায়। সে ওই এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।
অপরদিকে, পারিবারিক কলহের জের ধরে মো. আনিছুর রহমান (৩০) নামে এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। তাকে রাত ৯ টার দিকে আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। সে উপজেলার ধুলারসার ইউনিয়নের তারিকাটা গ্রামের মৃত ইউনুস মুসুল্লীর ছেলে ।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, দু’টি ঘটনায় পৃথক ইউডি মামলা হয়েছে।