প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২১, ৫:৩৩ অপরাহ্ণ
কলাপাড়ায় অপহরনের নাটক সাজিয়ে মুচলেকায় ছাড়া পেলেন এক ইউপি সদস্য

চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় হয়রানি করার উদ্দেশ্যে অপহরনের নাটক সাজিয়ে থানা থেকে মুচলেকায় ছাড়া পেলেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের সাবেক ইউ,পি সদস্য মো.মোস্তফা কামাল সহ ভিকটিম মো.জয়নাল আবেদীন। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে ।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ও উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের অধিবাসী মো.জয়নাল (২৫) কে অপহরন করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের অধিবাসী মো.রুজেল সহ তার সহযোগীরা। বিষয়টি মোস্তফা কামাল জয়নালের স্ত্রী মোসা.সোনিয়া বেগমকে দিয়ে ৩০ মার্চ দুপুরে ত্রিপল নাইন এ ফোন করে অভিযোগ দেয়। পরে কলাপাড়া থানা পুলিশ জয়নালকে পটুয়াখালীর দুমকি থেকে ৩১ মার্চ উদ্ধার করে ঘটনার সাথে জড়িতদের থানায় নিয়ে আসে। এসময় প্রমান হয় সাবেক ইউ,পি সদস্য মোস্তফা কামাল এবং জয়নাল পরিকল্পিত ভাবে অপহরনের নাটক সাজিয়েছে রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যে। এদের সাথে টাকা পয়সার লেনদেন সম্পর্কিত বিষয় ছিল রুজেলের। মূলতঃ রুজেলকে হয়রানি করার উদ্দেশ্যেই অপহরনের নাটক সাজানো হয়েছে। বিষয়টি ধ্রুজালের মধ্যে না থেকে পরিস্কার হওয়ায় থানা পুলিশ মোস্তফা কামাল এবং জয়নালের মুচলেকা নিয়ে তাদের মুক্তি দেয়।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.