প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ৭:১৫ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজা সহ দুই যুবক আটক
সঞ্জিব দাস, গলাচিপাঃ
রাঙ্গাবালী উপজেলায় ১ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বরিশাল কোতোয়ালী থানার বিল্লাবাড়ি এলাকার ইয়াসিন হাওলাদার(২০) ও রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া এলাকার আজিজুল হাওলাদার বাবু(২৮)। পুলিশ জানায়, ঢাকা থেকে এক কেজি গাঁজা নিয়ে জাহিদ-৮ লঞ্চে কোড়ালীয়া ঘাটে আসেন ইয়াসিন। তার কাছ থেকে গাঁজা রিসিভ করেন আজিজ। এসময় তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।