আপন নিউজ ডেস্ক
কলাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের নাটক সাজিয়ে ভাড়া বাসায় মাসাধিককাল আটকে রেখে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে ধর্ষণের অভিযোগে সজীবকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা ধর্ষন মামলা দায়ের করা হয়।
সোমবার সন্ধ্যায় পুলিশ ঘটনায় সহযোগী শাকিল (২৬) ও রিয়াজ (৩০) নামের দুইজনকে পৌর শহরের বাদুরতলী স্লোইজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, যৌন হয়রানিসহ ধর্ষন চেষ্টা করার ঘটনায় প্রধান অভিযুক্ত সজিবের নামে কলাপাড়া থানায় গত ২ মার্চ মাতৃ-পিতৃহীন ওই কিশোরী একটি অভিযোগ দায়ের করে। এ ঘটনার পর থেকে সজিব প্রায়ই ওই কিশোরী গ্রামের বাড়ি বাইনতলায় যাওয়া-আসা শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে জড়ায়। ৭ মার্চ সজিব ওই কিশোরীকে কলাপাড়া পৌর শহরের একটি ভাড়া বাসায় এনে সহযোগী শাকিল ও রিয়াজের সহায়তায় মিথ্যা বিবাহের আয়োজন করে। এরপর প্রায় এক মাস ধরে ওই কিশোরীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে সজিব। ভাড়া বাসা থেকে যাতে পালাতে না পারে সেজন্য শাকিল ও রিয়াজ সার্বক্ষনিক নজরদারীতে রাখেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।