চঞ্চল সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার দাবীতে গতকাল মংগলবার দুপুর ২ টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশ করেছে দু’শতাধিক ব্যবসায়ীরা। তারা সরকার নির্দেশিত সকল আদেশ মেনে ব্যবসা পরিচালনা করবেন এমন অঙ্গীকার ব্যক্ত করে বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো.ফিরোজ সিকদার সমাবেশে তার বক্তব্য বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি তারা এখনো পুষিয়ে উঠতে পারেনি, অনেকে দেনা হয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে পুনরায় ”লগডাউন” দিয়ে দোকান-পাট বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষতির সন্মূখীন হবেন ব্যবসায়ীরা। ফলে তারা সরকারের নিকট স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন।