আপন নিউজ রিপোর্টঃ
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিবের সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার মাতার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে কলাপাড়া পৌর শহরের প্রতিটি মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌর শহরের প্রতিটি মসজিদতে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান মহিবের সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার মাতার
গত ২ এপ্রিল আনুমানিক দুপুর ২টা ৩০ মিঃ সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। তার আত্মার শান্তি কামনা এবং বৈশ্বিক মহামারী থেকে দেশবাসীর রক্ষার জন্য দোয়া করা হয়।