প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৪:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২১, ৯:৩৪ অপরাহ্ণ
কলাপাড়ায় আক্কাসের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড. সোহাগ

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মো: আক্কাস খন্দকারের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা অর্থিক সাহায্য করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ড. এ্যাড.মো. শামীম আল সাইফুল সোহাগ। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামে আক্কাস খন্দকারের নিজ বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করেন।
আপন নিউজ বিডি.কম অনলাইন নিউজ পোর্টাল ও ২৬ মার্চ আপন নিউজের বিশেষ পত্রিকায় "কলাপাড়ায় সাহায্যের জন্য আবেদন মানবিক দিক থেকে সবাই এগিয়ে আসুন" এই শিরোনামে প্রকাশিত সংবাদ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ড. এ্যাড.মো. শামীম আল সাইফুল সোহাগ এর নজরে আসে। তিনি ঢাকা থেকে এসে তার বাড়িতে গিয়ে আক্কাসের হাতে ওই নগদ অর্থ তুলে দেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. এ্যাড.মো. শামীম আল সাইফুল সোহাগ বলেন, আপন নিউজে আমার জন্মভূমি কলাপাড়া উপজেলার সন্তান অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, এটা দেখে খুবই খারাপ লাগছিল, তাৎক্ষণিক ফোনে আক্কাসের সাথে যোগাযোগ করি এবং তার চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করেছে। আক্কাসের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিত্বের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী গ্রামের প্রতিবন্ধী রাজ্জাক খন্দকারের ছেলে আক্কাস খন্দকার দুই বছর আগে ১২ ফুট উঁচু থেকে পড়ে গিয়ে মেরুদ্বন্ডের সব কয়টি হাড় ভেঙ্গে যায়। তার চিকিৎসা খরচ করতে না পারায় তার পা দুটি আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য আবেদন করেছে অসহায় পরিবারটি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ড. এ্যাড.মো. শামীম আল সাইফুল সোহাগ সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এসকল সাহায্য পেয়ে কিছুটা হলেও আক্কাসকে চিকিৎসা করাতে পারছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.