প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৬, ৫:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২১, ৪:৪২ অপরাহ্ণ
গলাচিপায় কারাদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপাঃ
পটুয়াখালীর গলাচিপায় কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
জানা যায়, ০৫ বছর ০৩ মাস সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোস্তাফিজুর রহমান সোহাগ। সি আর-৫১১/১০ যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় ০৫ বছর ০৩ মাসের সশ্রম কারা দন্ড প্রাপ্ত আসামী তিনি। তার পিতাঃ রত্তন ফকির গ্রামঃ সুহরী ব্রিজ বাজার, থানাঃ গলাচিপা, জেলাঃ পটুয়াখালী কে অদ্য ১০/০৪/২০২১ রাত আনুমানিক ২০:০০ ঘটিকার সময় নিজ বাড়ী হতে এসআই মাহবুব মল্লিক এর নেতৃত্বে তাকে গ্রেফতার করেন।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.