প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ৯:১৮ অপরাহ্ণ
কলাপাড়ায় জমিজমার বিরোধ; রক্তক্ষয়ী সংঘর্ষে ২৫ জন আহত; পাঁচ জনের অবস্থা গুরুতর

আপন নিউজ রিপোর্টঃ
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে নাজিম, নুরুআলম, সোহাগ, মহিবুল্লাহ, নাসির, তাওসিন, হাবলু, রাজিব, বয়েজিদ, তাহসিন, জিদান, সুমনসহ ১৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় নুরুল আলম, মোঃ নাজিম ও মোঃ সোহাগকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, বন্দোবস্ত পাওয়া জমির বিরোধকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার আগে চর দিগরবালিয়াতলী গ্রামে প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষ হয়। স্থানীয় বায়েজীদ দফাদার গ্রুপের সঙ্গে নুরুল আলম ভুইয়াদের বিরোধের জের ধরে সংঘর্ষ ঘটে। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অপরদিকে সোমবার বিকেলে চকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে ছেলেবউ নাজনিন বেগম ও শ্বশুর মেরাজ মৃধাকে বেধড়ক মারধর করা হয়েছে। একই গ্রামের দেলোয়ার মৃধার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। গৃহবধূ ও শ্বশুরকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.