প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২১, ১১:১৫ অপরাহ্ণ
আমতলীতে তিনটি ঘর পুড়ে ছাই

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার তিনটি ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন বারেক মোল্লা। ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরে।
জানাগেছে, উপজেলার পশ্চিম চিলা গ্রামের বারেক মোল্লার বসত ঘরে মঙ্গলবার দুপুরে উনুন থেকে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। কিন্তু ততক্ষণে স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে দুইটি বসতঘর, রান্না ঘর ও একটি অটোগাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন বারেক মোল্লা।
আমতলী দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মোঃ তামিম হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পূর্বে আগুন নিয়ন্ত্রনে আনে স্থানীয় লোকজন। তিনি আরো বলেন ধারনা করা হচ্ছে উনুন থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.