প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ
আমতলীতে ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস ও পবিত্র রমজান মাস উপলক্ষে আমতলী উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রি শুরু করেছে। বুধবার বাঁধঘাট কাঁচা বাজারে ইউএনও মোঃ আসাদুজ্জামান এ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আমতলী উপজেলার ডেইরী ও পোল্টি খামারীরা বিপাকে পড়ে। এ সকল খামারীদের কষ্ট লাঘবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ন্যায্য মুল্যে ডিম ও দুধ বিক্রির উদ্যোগ নেয়। বুধবার এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ অভিজিৎ কুমার মোদক, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ রোকোনুজ্জামান, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, উপজেলা ডেইরী ফার্ম এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া মল্লিক ও ডিম ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম প্রমুখ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.