প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২১, ৫:৪১ অপরাহ্ণ
বেনাপোলে ভারতীয় গাঁজাসহ আটক-১

বেনাপোল সীমান্তের দিঘীরপাড় এলাকা থেকে শুক্রবার (১৬ এপ্রিল) সকালে ২কেজি ৫শ’ গ্রাম ভারতীয় গাঁজাসহ মোঃ জহুরুল ইসলাম মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
আটক মোঃ জহুরুল ইসলাম মোড়ল বেনাপোল পোর্ট থানাধীন সরবাংহুদা গ্রামের মোঃ সামসুদ্দিন মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রফিকুল ইসলাম অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে দিঘীরপাড় গ্রামস্থ সাহেব আলীর মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২কেজি ৫শ’ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রেতা মোঃ জহুরুল ইসলামকে আটক করে। এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৮, তাং- ১৬/০৪/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান উদ্ধার গাঁজাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। এবং আটক আসামীকে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে নিতি জানান।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.