বিশেষ প্রতিবেদকঃ
করোনা সংক্রমন রোধে চলমান সরকারী নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের ৫নং চিংগড়িয়া ওয়ার্ডের সরকারী খাস পুকুরের মাছ ধরে কয়েকশ’ লোকের ভুরিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চিংগড়িয়া এলাকার জনৈক মনোজ দাসের বাড়ীর ছাদে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে কয়েক’শ লোক এ ভুরিভোজে অংশ নেয়ায় এটি নিয়ে শহরে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান জানান, তিনি পৌরসভার মেয়র থাকাকালীন সময় সরকারী অর্থায়নে খাসপুকুরটি খনন করে সাধারনের জন্য কয়েক
লক্ষ টাকার মাছের পোনা অবমুক্ত করেন। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সেবক চন্দ্র মিত্র’র অনুসারীরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই লক্ষ লক্ষ টাকা মূল্যের মাছ ধরে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে এবং ধুম ধাম করে ভুরিভোজের আয়োজন করে। বিষয়টি তিনি ইউএনওকে জানিয়েছেন বলেও জানান।
কলাপাড়া ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎ বন্ধু মন্ডল বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনী ব্যবস্থা গ্রহনের প্রয়োজন দেখা দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর সেবক চন্দ্র মিত্র বলেন, আগে থেকেই যারা পুকুরের দাবীদার তারা আমার সামনেই খাবার মাছ নিয়ে গেছে। আসলে ওভাবে কিছুই হয় নাই।