আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত: ৭ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাহিদ (২৮), মিম (২৩), আল হাসান সাগর (২৬) ও নয়ন (২৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় মাছুম নামের এক যুবককে আটক করেছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় বাবু বাহিনীর মাছুম নামের এক যুবক এসে মাইক্রোবাসের ড্রাইভারের কাছে ৫শ’ টাকা চাঁদা দাবি করে। এনিয়ে বাক বিতন্ডার একপর্যায় অতর্কিত হামলায় ঘটনা ঘটে। তাৎক্ষনিক খবর পেয়ে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।