প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ৮:১৯ অপরাহ্ণ
কলাপাড়ায় শ্রমজীবী, নিম্ন আয়ের দুস্থ মানুষের মাঝে যুবলীগের রান্না করা খাবার বিতরন

বিশেষ প্রতিবেদকঃ করোনা সংক্রমন প্রতিরোধে চলমান সরকারী নিষেধাজ্ঞা’র লকডাউনে শ্রমজীবী, নিম্ন আয়ের দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরন করেছে কলাপাড়া যুবলীগ। শুক্রবার বিকেলে পৌর শহরের ফেরীঘাট এলাকায় ৫০০ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার প্যাকেট বিতরন করে সংগঠনটি।
দুস্থ মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেন, শ্রমিক লীগের সভাপতি স্বপন চন্দ্র হাওলাদার, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ মো: যুবরাজ, মনিরুল ইসলাম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাছিমুজ্জামান রাতুল, সহ স্থানীয় নেতা কর্মী।
উপজেলা যুবলীগ সূত্র জানায়, সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ও
সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল’র নির্দেশনায় উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ৫০০ শ্রমজীবী দুস্থ মানুষের মাঝে শুক্রবার বিকেলে রান্না করা খাবার প্যাকেট বিতরন করা হয়।
এর আগে ২৫ এপ্রিল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাকির হোসেনের নেতৃতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামের কৃষক কবির হাওলাদার (৫৫) ও সালাম হাওলাদার (৬৫) এর ১০ বিঘা জমির পাকা বোরো ধান কেটে বাড়ী পৌঁছে দেয় উপজেলা যুবলীগ।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.