সঞ্জিব দাস, গলাচিপাঃ সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন ও পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবিতে গলাচিপা প্রেসক্লাবে এক সভার আয়োজন করা হয়েছে। সোমবার (৩ মে) বেলা ১১ টার দিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২১ উপলক্ষে গলাচিপা প্রেসক্লাবে সভার আয়োজন করে। সভায় সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন ও পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়নের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড।
উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ মাসুদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম রুবেল, রিয়াদ হোসাইন, হাসান এলাহি, কমল সরকার, সঞ্জিব কুমার সাহা, বিনয় কর্মকার প্রমুখ।