কলাপাড়ায় ফুটবল খেলতে গিয়ে যুবকের মৃত্যু
চঞ্চল সাহাঃ কলাপাড়ায় গোল পোষ্টে স্যুট করতে গিয়ে মো.ইলিয়াস পাহলান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মংগলবার বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। তাকে অন্য খেলোয়াররা উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ইলিয়াস ওই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মো.ফোরকান পাহলানের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো.সোহেল জানান, প্রতিদিন বিকেলে মহল্লাপাড়া এলাকার মাঠে দু’দল যুবক ফুটবল খেলে আসছে। ঘটনার সময় ইলিয়াস প্রতিপক্ষের গোল পোষ্টের সামনে গিয়ে বলটি স্যুট করতে গেলে তা লক্ষ্য ভ্রষ্ট হয়। এসময় ঘুরে ফেরার পথে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার লাশ কলাপাড়া থানায় হস্তান্তর করে।
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমানকে একাধিকবার কল করলে তিনি তা রিসিফ করেননি।