প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২১, ১১:২৭ অপরাহ্ণ
কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়িতে যুবককে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ

কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়িতে যুবককে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ
আপন নিউজ রিপোর্ট।।
কলাপাড়ার লালুয়ার বানাতিবাজার নৌ- পুলিশ ফাঁড়িতে মো. আমির হোসাইন (২৫) কে ডেকে এনে দুই হাতে হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মাগরিব নামাজের পর লালুয়ার বানাতি বাজার নৌ-পুলিশ ফাঁড়িতে এ নির্যাতনের ঘটনা ঘটে। সে উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের মৃত মীর মোশাররফ হোসেনের ছেলে। নির্যাতনের খবর পেয়ে তার ভাইয়েরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতালে ভর্তি মো. আমির হোসাইন বলেন,
ঘটনার দিন দুপুরে তার স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যায। আমার শশুর বানাতিপাড়া গ্রামের শহিদুল ইসলাম খান ওই নৌ-পুলিশ ফাঁড়িতে অভিযোগ করে। এঘটনায় শুক্রবার মাগরিবের আগে আগে মোবাইল ফোনে ডেকে নিয়ে নৌ-পুলিশ ফাঁড়িতে এস আই মামুন ও কনষ্টবল সুমন সহ ৩/৪ জন পুলিশ আমাকে দুই হাতে হাতকড়া পরিয়ে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এছাড়াও নির্যাতনের সময় মোটা অঙ্কের টাকা দাবি করেছে বলে তিনি অভিযোগ করেন।
মো. আমির হোসাইনের বড় ভাই শওকত মীর (৩৫) বলেন, নির্যাতনের খবর জানতে পেরে আমিসহ আমাদের ৩ ভাই নৌ-পুলিশ ফাঁড়িতে গিয়ে নির্যাতনের কারন জানতে চাইলে তারা উল্টো আমাদের হুমকি দেয এবং ভয়-ভীতি দেখায়। পরে ভাইকে ফাঁড়ি থেকে কলাপাড়া হাসপাতাল ভর্তি করি।
এব্যাপারে বানাতিবাজার নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মামুন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমিরের সাথে তার বউয়ের ঝগড়া নিয়ে নৌ-পুলিশ ফাঁড়িতে বসে বসে হয়েছে, ওই ধরনের কোন নির্যাতনের ঘটনা ঘটেনি।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.