কুয়াকাটা সৈকতে মৃত শুশুক
মেজবাহউদ্দিন মাননুঃ কুয়াকাটা সৈকতের লেম্বুরচর স্পটে একটি মৃত শুশুক ভেসে এসেছে। রবিবার সকাল ৮ টার দিকে জেলেরা শুশুকটির মৃতদেহ দেখতে পায়। মৃত শুশুকটি প্রায় ১০ ফুট লম্বা। এটি পচেগলে দুর্গন্ধ ছড়ানোর শঙ্কা রয়েছে। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক মৃত শুশুক বালু চাপা দেয়ার উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন।