আপন নিউজ বিডিঃ মহিপুরের কাউয়ার চরে সরকারী কোন অনুমতি ছাড়াই প্রায় ৮ একর
জমিতে বাধঁদিয়ে কাউয়ার চর গ্রামের রহমান প্যাদা মাছ চাষের জন্য ঘের নির্মান করেন, এতে কেওড়া, ছইলা সহ কয়েক প্রজাতির শতাধীক গাছ হুমকির মুখে। স্থানীয়রা জানায় এভাবে বাধঁদিয়ে ঘের নির্মানের ফলে পানি আটকে থাকবে, যার কারনে যেকোন সময় এই গাছ গুলো মারা গিয়ে সম্পূর্ন ধংস হয়ে যেতে পারে প্রায় ৮ একর জমির এই নোনা পানির বন।
এ ব্যাপারে মহিপুর রেইঞ্জের বন কর্মকর্তা আবুল
কালামের কাছে জানতে চাইলে তাকে একাদিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।