কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কর্মীদের ঈদ উপহার দিলেন সালাম বিশ্বাস
মো. ওপর ফারুকঃ কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীদের মাঝে ঈদ-উল-ফিতরের ঈদ উপহার সামগ্রী প্রদান করেছেন। মঙ্গলবার (১১ মে) সকাল ১১ টায় তার ব্যক্তিগত ব্যবসায় প্রতিষ্ঠান শাপলা ব্যবসায়ী সমিতির অফিসে বসে এ উপহার প্রদান করেন। উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দের প্রত্যেককে ঈদ উপহার হিসাবে একটি করে পাঞ্জাবি প্রদান করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের সাবেক সফল সভাপতি মো. ফিরোজ সিকদার। অন্যানের মধ্যে উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, মো. জুয়েল মোল্লাসহ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আ. সালাম বিশ্বাস বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সারাদেশ লকডাউনে থাকায় রাজনৈতিক পরিবেশ স্থবির হয়ে পরেছে। তাই নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে ও ঈদ আনন্দকে সবাই সমানভাবে উপভোগ করতে আমার ব্যক্তিগত তরফ হতে সামান্য ঈদ উপহার দিয়েছি। আমি আশা করি আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতারাও এ দুঃসময়ে তৃনমূলের নেতা-কর্মীদের পাশে এসে দাঁড়াবে।