কলাপাড়ায় বিষপানে বৃদ্ধের মৃত্যু।
আপন নিউজ রিপোর্টঃ কলাপাড়ায় বিষপানে হারুন হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার আনুমানিক সকাল ৮ টার দিকে উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনাটি ঘটে।
মৃত হারুন হাওলাদারের স্ত্রী বিউটি বেগম (৫০) জানান, তার স্বামী সকালে বাড়ি থেকে বাইরে বের হয়, পরে বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থর ব্যাপারে জানতে চাইলে তিনি বিষপান করেছে বলে আমাদেরকে জানান।
তাৎক্ষণিক আমরা তাকে প্রথম কুয়াকাটা হাসপাতালে নেয়া হয়। ওখান থেকে চিকিৎসা শেষে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জানিয়েছেন মৃত অবস্থায় কলাপাড়া হাসপাতালে আনা হয়েছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুল রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি, পরিবারের কাছ থেকে বিষ খাওয়ার বিবরণ শুনে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।