গলাচিপায় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন উপলক্ষে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন
সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলার গোলখালী ইউনিয়নে বড় গাবুয়া কমিউনিটি ক্লিনিক, আমখোলা ইউনিয়নের ভাংরা কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ মে) উপজেলার ২টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, শেখ হাসিনা সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। আপনারা সকলে কমিউনিটি ক্লিনিকে এসে সেবা নিন। ভাল থাকুন, সুস্থ থাকুন।