
আমতলীতে উন্মুক্ত বাজেট সভা
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বে-সরকারী সংস্থা এনএসএস ও সুশীলনের সহযোগীতায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
গুলিশাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট নুরুল ইসলাম মিয়া ২০২১-২২ অর্থ বছরের ৩ কোটি ১৬ লক্ষ ৬৫ হাজার ৭৭২ টাকার বাজেট ঘোষনা করেন। পরে চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কা ন আলী মাষ্টার, মোঃ আতাউর রহমান, মোসলেম আলী মাষ্টার, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, ইউপি সদস্য সোহাগ মোল্লা, সাবিনা ইয়াসমিন ময়না, সুশীলন প্রজেক্ট ম্যানেজার এএম ওয়াহিদুজ্জামান, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন আকন, নুরুল হক হাওলাদার ও আলী হোসেন মৃধা প্রমুখ।