
ছবিতেঃ-গ্রেফতার চ্যামেটা ওরফে মামাসে (৪২) ও ২৫ লিটার চোলাই মদ
আপন নিউজ রিপোর্টঃ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লক্ষীপাড়া গ্রামের মৃত মংখ্যানের স্ত্রী চ্যামেটা ওরফে মামাসে (৪২) কে ২৫ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে।
শুক্রবার (২৮ মে) কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডি.এন.সি.)'র টিম চোলাই মদ সহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়।
যা মহিপুর থানার মামলা নং-১০, তারিখ ২৮/০৫/২০২১ইং।
কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী খ সার্কেল পরিদর্শক জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য তাদের প্রস্তুতকৃত তাড়ি ও পচুঁই পান করার সীমিত অনুমতি থাকলেও বিক্রির জন্য কোন অনুমতি নাই। সেই সীমিত অনুমতির সুযোগ নিয়ে আসামী দীর্ঘদিন ধরে দেদাড়সে চোলাই মদ তৈরি করে উহা বিক্রি করে আসছিল।