কলাপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টূর্ণামেন্ট'র উদ্বোধন
মোয়াজ্জেম হোসেন, বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭(বালক) ফুটবল টূর্ণামেন্ট-২০২১ উদ্ভোধন হয়েছে। শনিবার সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু হাসানাত মোহাম্মদ শহীদুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভাকে নিয়ে ১৪টি দলের অংশগ্রহনে টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। আজ প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে ১ জুন উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন।
প্রধান অতিথি অধ্যক্ষ মুহিব্বুর রহমান মহিব বলেন, শান্তি শৃংখলা বজায় রেখে সুন্দর খেলার মাধ্যমে উপজেলার ভালো খেলোয়াড় বাছাই করতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।