আমতলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর উত্তর টিয়াখালী গ্রামের মোঃ শাহজালালের ৩ বছরের শিশুপুত্র মোঃ ইয়াসিন পুকুরে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে সোমবার সকালে।
জানাগেছে, উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের মোঃ শাহজালালের শিশুপুত্র ইয়াসিন পরিবারের সকলের অজান্তে বাড়ীর পুকুরে পড়ে যায়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে খুঁজতে থাকে। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে। ইয়াসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাঈদি সোহাগ শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সাঈদি সোহাগ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।