
কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দৌলতপুর মাদ্রাসার শিক্ষক মো. আরিফ বিল্লাহ মুন্সী (৩০) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন মো. আরিফ বিল্লাহ মুন্সী নিজ বাড়ির মোটরে পানি উঠাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরিফ বিল্লাহ মুন্সী দৌলতপুর গ্রামের মৌলবী তাহের মুন্সীর ছেলে। তার মৃত্যুতে মাদ্রাসাসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।