কলাপাড়ায় ছাত্র হিযবুল্লাহ সহ সভাপতি'র জানাজায় হাজারো মানুষের ঢল
এইচ এম জামিল আহমদঃ কলাপাড়ায় দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক ও বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উপজেলার সহ-সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৯ টায় দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। বরেণ্য এই তরুণ শিক্ষকের জানাজায় বিভিন্ন শ্রেণির হাজারো মুসল্লির ঢল নামে। জানাজায় ইমামতি করেন মরহুমের পিতা মুহাম্মদ তাহের মুন্সী। এলাকার শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও রাজনীতিবিদ, সাংবাদিক, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। জানাজায় অংশ নিতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দূরদূরান্ত থেকে নিলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরে আসে। মরহুমের নিকটাত্মীয় ও বন্ধু বান্ধব সহ অনেকেই ঢাকা থেকে নিজ বাড়িতে চলে আসে। জানাজার আগে আরিফ বিল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া চান খেপুপাড়া নেছারুদ্দীন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ নাসির উদ্দিন হাওলাদার। দৌলতপুর মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলাপাড়া ইসলামী সাংস্কৃতিক সংসদ এর প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মুহা মাসুম বিল্লাহ রুমী। দৌলতপুর ছালেহীয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি নুর আলম আজাদ বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উপজেলা শাখার সভাপতি হাঃ জামিল আহমদ সহ পটুয়াখালী জেলা ছাত্র হিযবুল্লাহ সভাপতি উপজেলা জমিইয়াতে হিযবুল্লাহ যুব ছাত্র হিযবুল্লাহ নেত্রী বৃন্দু ও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপির নেতা সহ বিভিন্ন সংগঠনের নেতারাও শোক জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিজেদের মটার দিয়ে পানি উঠাতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।