পটুয়াখালীতে প্রেমের জের; তিন কিশোর-কিশোরীর আত্মহত্যা
পটুয়াখালী সংবাদদাতাঃপটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে দুই কিশোর কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) ভোর রাতে মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র মো. সোহেল (১৯) ও মো. হাবিব মিয়ার কন্যা নাসরিন আক্তার (১৩)।
অপর দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে তানজিলা আক্তার (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বোনের দেবর সাথে সম্পর্ক থাকলে তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে তার পরিবার। এতে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ বলেন, ‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারনা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কি কারনে তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে জানতে নিহতদের স্বজনদের সাথে আমরা কথা বলছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’
নিহত সোহেল সদ্য এসএসসি পাস করেন এবং নাসরিন আক্তার ৮ম শ্রেণিতে পড়াশোনা করত।
অপর ঘটনায় স্থানীয় সূত্র জানান, তানজিলার সাথে তার বড় বোনের দেবর (বেয়াই) জুবায়ের এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তানজিলার পরিবার তাদের প্রেমের সম্পর্ক না মেনে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে। এ কারনে রাতে গলায় ফাঁস দিয়ে তানজিলা আত্মহত্যা করেন।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।