কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
আপন নিউজ ডেস্কঃ কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এসএম মোশাররফ হোসেন মিন্টু, খামারি সৌরভ সিকদার, তরিকুল ইসলাম প্রমুখ।
একদিনের এই প্রদর্শনীতে ৩৬ টি স্টল আছে।