কলাপাড়ায় অপহৃত ছাত্রী ১২ দিন পর উদ্ধার
চঞ্চল সাহা।। কলাপাড়ায় অপহরনের ১২ দিন পর অপহৃত ছাত্রী মো.বুশরা জাহান (১৫) কে পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হলদিবাড়িয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ১৬ জুন রাতে বুশরা জাহানের পিতা বসির আহম্মেদ বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে আসামীরা হলো শান্ত মৃধা, খোকন মৃধা ও সুরাইয়া আক্তার পপি। তবে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলা বিবরন ও পুলিশ সূত্রে জানা গেছে, খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বুশরাকে ৫ জুন সন্ধ্যা ৭ টার দিকে আসামীদের যোগসাজশে পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে কতিপয় দূর্বত্তরা মোটর সাইকেল যোগে অপহরন করে নেয়। দীর্ঘদিন খোঁজাখুজির পর তাকে না পেয়ে বুধবার (১৬ জুন) থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়। মামলার একদিন পর হলদিবাড়িয়া সড়কে দাড়াঁনো অবস্থায় বুশরা জাহানকে উদ্ধার করা হয়। তার বাড়ী উপজেলার চাকামইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রামে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.দাউদুল আলম জানান, অপহৃত ছাত্রী বুশরা জাহানকে হলদিবাড়িয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়। তবে আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।