কলাপাড়ায় চাইনিজ কুড়ালসহ গ্রেফতার-৩
আপন নিউজ অফিস।। কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর টোল পয়েন্টে পুলিশ একটি চাইনিজ কুড়ালসহ তিন যুবককে গ্রেফতার করেছে। এরা হচ্ছেন রবিউল (১৮), মাঈনুল (১৯) ও নাজমুল (২০)। তিনজনে একটি মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পুলিশ দেখে সন্দেহ করলে পালানোর সময় গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা হয়েছে। বুধবার রাত পৌনে দুই টার দিকে এদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার করা তিন জনের বাড়ি আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডে।