প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৬, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২০, ৪:৫১ অপরাহ্ণ
তালতলীতে নববধু নিখোজ; তিন দিনের উদ্ধার হয়নি

আমতলী প্রতিনিধিঃ
নববধু চম্পা বেগমকে স্বামী বাবুল হাওয়াদার রবিবার রাতে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে শ্বশুর বাড়ী থেকে নিয়ে গেছে।
এরপর থেকে নববধু চম্পা বেগম নিখোজ রয়েছে। স্বামী বাবুল হাওলাদার গা-ঢাকা দিয়েছেন।
ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কলারং গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার তালতলী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, এ বছর পয়েলা জানুয়ারী তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়ার কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সাথে বিয়ে হয়। আগামী বুধবার নববধুকে তুলে নেয়ার কথা ছিল। গত রবিবার রাতে বাবুল হাওলাদার শ্বশুর বাড়ীতে এসে নববধুকে বন্ধুর বাড়ী বেড়াতে নেয়ার কথা বলে নিয়ে যায়। ওই বাড়ী থেকে নিয়ে যাওয়ার পর থেকে নববধু নিখোজ রয়েছে। স্বামী বাবুল ও পলাতক রয়েছে। মুঠোফোনে বাবুল সাথে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধু কোথায় আছেন তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে গত তিন দিনেও নববধুর সন্ধান পায়নি। চম্পার বাবা চান মিয়া সিকদার অভিযোগ করেন জামাতা বাবুল হাওলাদার তার মেয়েকে বন্ধুর বাড়ীতে বেড়াতে নেয়ার কথা বলে গুম করে রেখেছেন। এ ঘটনার চম্পার বাবা চান মিয়া সিকদার মঙ্গলবার তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন।
এ বিষয়ে জামাতা বাবুল হাওলাদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় এসে জামাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে গেছেন।
দ্রুত মেয়েটিকে উদ্ধার চেষ্টা চালানো হবে।
Copyright © 2026 আপন নিউজ. All rights reserved.