কলাপাড়ায় প্রয়াত বিএনপি নেতাদেরর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত
আপন নিউজ অফিস।। কলাপাড়ার ধানখালী বিএনপির সভাপতি, প্রয়াত মোস্তাফিজুর রহমান কবির গাজী, ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, মরহুম জসিম মৃধার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুন) বিকেলে ধানখালী ইউপির সোমবাড়িয় বাজার জামে মসজিদে এ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো.ফারুক, যুগ্ম সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, যুগ্ম সম্পাদক এ্যাড.শাহজাহান পারভেজ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ খন্দকার নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হারুন আর রশিদ, পৌর যুবদলের আহবায়ক কামরুজ্জামান কাজল তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব উল্লাহ লিটন, এ্যাড.আবুল হোসেন ,বাদল মাতুব্বর, দোয়েল সিকদারসহ ধানখালী ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
অতিথিরা প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কবির গাজী এবং জসিম উদ্দিন মৃধার স্মৃতিচারন করেন। এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো.ফারুক জানান, প্রয়াত কবির গাজী এবং জসিম মৃধার মৃত্যুতে কলাপাড়া বিএনপির অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।