হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা; ৫ দালালকে কারাদণ্ড
টাঙ্গাইল সংবাদদাতা।। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৫ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুন) দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামের কাছে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল পৌরসভার সাবালিয়া এলাকার মৃত সামাদ আলীর ছেলে শফিকুল ইসলামকে ১৫ দিন, একই এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে তারেক, কোদালিয়া এলাকার পরেশ চন্দ্রের ছেলে পল্লব চন্দ্র, দেলদুয়ার উপজেলার পরাইখালী গ্রামের মালেক সিকদারের ছেলে রাকিব সিকদার ও কালিহাতি উপজেলার ভুক্তা এলাকার রফিকুল ইসলামের ছেলে নাহিদ হাসানকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র দূর-দূরান্ত থেকে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনদের নানাভাবে হয়রানি এবং প্রতারণা করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।